পাটকেলঘাটা প্রতিনিধি ॥ পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রামের আয়ুব আলীর ছেলে আফজাল হোসেন (২৭) নামের এক সৈনিকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয়েছে। গতকাল নিজ ঘরে বৈদ্যুতিক বাল্ব ও তার লাগাতে গিয়ে মারাত্বক ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্টে সৈনিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে। তিনি ঈদের ছুটিতে বাড়িতে আসছিলো।