পাটকেলঘাটা প্রতিনিধি \ গতকাল শনিবার সকাল ১১টায় সরকারি প্ররোদনার বীজ সার পাটকেলঘাটার ৪নং কুমিরা ইউনিয়ন পরিষদে কৃষকদের মাঝে বিনা মূল্যে বিতরন করা হয়েছে। বীজ ও সার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম। বর্তমান প্রধানমন্ত্রীর অঙ্গীকার খুদা ও দারিদ্র দূরীকরনের লক্ষে কুমিরা ইউনিয়নে ১৫০ জন প্রান্তিক চাষিদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০কেজি পটাশ, ১০ কেজি করে ড্যাব বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আদিত্য পাল, সহকারি কৃষি অফিসার সালমা আক্তার, ডিসিএন টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি নাজমুল হাসান মিঠু, ইউপি সদস্য মফিদুল ইসলাম, আব্দুল গনি, ইদ্রিস আলী সহ আরো অনেকে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আদিত্য পাল আরো জানান, চলতি বছরে পর্যায়ক্রমে কৃষকদের মাঝে অন্যান্য বীজ বিতরণ করা হবে।