পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটায় গতকাল বীর মুক্তিযোদ্ধা গাজী রইচ উদ্দীন’র জানাযার নামাজ সম্পন্ন। তিনি ছিলেন তৈলকুপী গ্রামের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। মরহুমের নামাজের জানাযায় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগন তার জানাযায় অংশ গ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা গাজী রইচ উদ্দীন ছিলেন সৎ নির্ভিক ও সততার প্রতিক। স্বাধীনতার ৫০ বছর পরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পেয়ে পৃথিবী থেকে থেকে চলে গেলেন গাজী রইচ উদ্দীন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।