পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটার ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে আসামী ধরতে গিয়ে র্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার ঘটে যাওয়া এ ঘটনায় আজ রোববার র্যাবের পক্ষ থেকে ৩৭ জনকে আসামী করে পাটকেলঘাটা থানায় একটি মামলা করা হয়েছে। আজ আসামীদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়। গ্রেপ্তারকৃতরা হলেন-ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (৪৬), পাঁচপাড়া এলাকার সোহাগ সরদার (২৮), কবিরুল ইসলাম (৩৯), আমিনুল ইসলাম (৩৭), আফজাল খাঁ (৫৮), সোহান সরদার (১৯), শহিদুল ইসলাম বাবলু (৫৫), রফিকুল ইসলাম (৩৮) এবং আজগার আলী (১৮)। র্যাব ৬ জানান, শনিবার দুপুরে র্যাব সদস্যরা পাঁচপাড়া এলাকায় আসামী ধরতে গেলে সন্দেহ প্রকাশ করে দুষ্কৃতকারীরা ভুয়া র্যাব ভেবে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ধস্তাধস্তি করে এবং তাদের মারতে উদ্যত হয়। তাদের পরিচয়পত্র, জ্যাকেট দেখালেও ‘ভুয়া’ বলে উসকানি দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে র্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ‘সাতক্ষীরা র্যাব-৬ এর ডিএডি বাবুল মিয়া বাদী হয়ে রবিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৬। এবং গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।’