পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটা শিমের মাচায় সবুজের সঙ্গে দুলছে রঙিন ফুল। বেগুনি রঙের মনোমুগ্ধকর ফুলের প্রকৃতি সেজেছে দারুন মুগ্ধতায়। মৌসুম শুরুর আগেই এমন মনোরম দৃশ্য ভরে আছে পাটকেলঘাটা এলাকার শিম বাগানে। কুমিরার রফিকুল ইসলাম বলেন, আগাম শিম জাতের চাষ করে ভাল ফলনের সম্ভাবনা থাকে। আবার দামটাও একটু বেশি পাওয়া যায়। শীতকালীন সবজির মধ্যে অন্যতম শিম। পাটকেলঘাটার বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আগাম জাতের শিম। শিম চাষ তুলনায় কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন এ আবাদে উদ্বুদ্ধ হচ্ছে চাষীরা। অধিক লাভের আশায় আগাম জাতের শিম চাষ করছেন।