পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটা হতে দলুয়া রোডের হাজরাপাড়া মাদ্রাসার সামনে মর্মান্তিক সড়ক দুরঘটনায় দু’ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে খলিশখালী ইউনিয়নের হাজরাপাড়া মাদ্রাসার সামনে পাটকেলঘাটা হতে দলুয়া রোডে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন তালা উপজেলার মাগুরা ইউনিয়ন মাগুরা গ্রামের আসাদ শেখের পুত্র ইমন ও আরাফাত হোসেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই ভাই মাদ্রাসার ছাত্র ইমন মাগুরা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। আর ছোট ভাই আরাফাত খলিষখালীর হাজরা পাড়া মাদ্রাসার কোরানের হাফেজ। শেষ রোজার ইফতার করে বড় ভাই ইমন ছোটভাই আরাফাত কে মাদ্রাসা থেকে নিয়ে মটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মাদ্রাসার সামনে উঠতেই একটি পাইভেটকারের আলোতে ইমন ব্রেক করতেই নিয়ন্ত্রণ হারিয়ে পিচে রাস্তার উপর পড়ে যায় । এমন সময় ঐ পাইভেটকারের ধাক্কায় দুই ভাই গুরুতর আহাত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মারা যায়। চলতি বছরের জানুয়ারি মাসে ইমন ও আরাফাতের মা আরজিনা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এলাকাবাসী আরো জানান, ইমন ও আরাফাতের একটি ছোট বোন রয়েছে সেও মাদ্রাসার ছাত্রী।