পাটকেলঘাটা প্রতিনিধি ॥ গতকাল পাটকেলঘাটা বিনেরপোতা বাইপাস সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাতক্ষীরা- খুলনা মহাসড়কে বিনেরপোতা বাইপাস দেবনগর নামক স্থানে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।নিহত রাজন মোহন দাস শুভ(২৮)কুমিরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মাষ্টার প্রভাস দাসের পুত্র। প্রতাক্ষ্যদশীরা জানান, রাজন মোহন দাস শুভ সকালে মোটরসাইকেলে পাটকেলঘাটা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। সাতক্ষীরা যাওয়ার পথিমধ্যে বিনেরপোতা বাইপাস সড়কের দেবনগর মোড় এলাকায় পৌচ্ছালে সড়কে স্প্রীড ব্রেকারের কারণে দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির পিলারে ধাঁক্কা লেগে গুরুত্বর আহত হন।পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।