পাটকেলঘাটা প্রতিনিধি ॥ সাতক্ষীরা-খুলনা মহাসড়ক ডুমুরিয়া বাজার সংলগ্ন এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। গতকাল বিকালে সাতক্ষীরা–খুলনা মহাসড়কের ডুমুরিয়া বাজার সংলগ্নে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাটকেলঘাটা থানার অন্ততগত সরুলিয়া ইউনিয়নের হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মোহন লাল ঘোষ (৪৮) সোনালী ব্যাংক কর্মকর্ত (অবসরপ্রাপ্ত) আশুতোষ দাশ(৪৫) শামছুর রহমান(৪৬)। প্রতাক্ষ্যদর্শীরা জানান, বিকালে খুলনা গার্মী প্রইভেটকার (ঢাকা মেট্টো গ,২১-৭২২১) ও সাতক্ষীরা গার্মী যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয়। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডুমুরিয়া সহ নিহতরা পাটকেলঘাটায় হওয়াই এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।