পাটকেলঘাটা প্রতিনিধি ঃ পাটকেলঘাটা হামিদ খান ইলেকট্রনিক্স শো-রুমের পক্ষ থেকে ভারসা জিসান উদ্যানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৪ দিন ব্যাপী বিশাল ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত কাল ভারসা জিসান উদ্যান ঈদ উৎযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এ.এইচ.এম কামাল আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের বার-বার নির্বাচিত সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৃষ্টিপাত পত্রিকার প্রতিনিধি খান হামিদুল ইসলাম, শিক্ষক অলিউল ইসলাম, আব্দুলাহ আল মামুন, রায়হান হুসাইন ইকরামুল, । দড়াটানা খেলায় প্রথম জয়ী হন কেশবপুর থানার ময়নাপুর এবং দ্বিতীয় হন তালা থানার মাঝিয়াড়া গ্রামের। প্রথম জয়ীদের ২১ ইঞ্চি কালার টিভি ও দ্বিতীয় বিজয়ীদের ১৪ ইঞ্চি কালার টিভি পুরুষ্কার প্রদান করা হয়। রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন প্রভাষক আমিনুজ্জামান। সাবির্ক দিক নির্দেশনায় ছিলেন মো: রেজাউল ইসলাম।