পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটা উত্তর বাজার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর নামে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও। সূত্রে প্রকাশ, গত কয়েক বছর পূর্বে পারকুমিরা গ্রামের প্রবীর বিশ্বাস, সভাপতি ও বড়বিলা গ্রামের আকছেদ গাজীর ছেলে হান্নান গাজী, সাধারন সম্পাদক হিসেবে পাটকেলঘাটা উত্তর বাজার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: এর নামে একটি প্রতিষ্ঠান খোলেন। যার রেজি: নং-৫৩/সাত। থানার বিভিন্ন অঞ্চলে ৮-১০ জন মাঠ কর্মী নিয়োগ করার মাধ্যমে হাতিয়ে নিয়েছে অর্ধ কোটি টাকা। ভুক্তভোগী অসহায় গরীব তৈলকুপী গ্রামের নওশের বলেন আমার কাছ থেকে হান্নান ১ লক্ষ ৩৬ হাজার টাকা নেন। তিনি টাকা দিচ্ছেন না বলে আমি ইতি মধ্যে পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ করেছি। তাছাড়া তিনি আরুতী দাশ, পঙ্কজ সাধু, সাধন কুমার দাশ, ঝর্ণা রানী, সোনা হোসেন সহ শতাধিক লোকের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। তার সমিতি দীর্ঘদিন যাবত বন্ধ। এ বিষয়ে সভাপতি প্রবীর বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন আমি সমিতি থেকে বের হয়ে এসেছি। গত ১৯/০২/১৯ নির্বাচনে হান্নান সভাপতি, তার বড় ভাই মোজাম সহ-সভাপতি, হান্নানের স্ত্রী আসমা আক্তার সাধারন সম্পাদক, মোজামের ছেলে রাসেল ক্যাশিয়ার ও আলমগীর গাজী, তার ছোট ভাই আল আমিন সদস্য হিসেবে ব্যবস্থাপনা কমিটি গঠন করছে। এ বিষয়ে তালা উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমি কুমিলায় আছি। তবে অনেকে আমার কাছে হান্নানের বিষয়ে মৌখিক অভিযোগ করছে। আমি বাসায় এসে খোজ খবর নিয়ে দেখবো।