পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটায় থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারের পাশে ঘোষ পাড়া বটতলা নামকস্থানে ১৪/৭/২৩ তারিখে রোজ দিবাগত শুক্রবার আনুমানিক রাত্র ১১ টায় পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা উদেশ্য ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের পুত্র সবুজ সরদার (২৫) কে মারাত্বক জখম করে ফেলে রেখে চলে যায় শ্যামল ঘোষ গংরা। এ ঘটনায় গত ১৫/৭/২৩ ইং তারিখে ভুক্তভোগী ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম বাদী হয়ে পাটকেলঘাটা থানায় ৬ আসামী মমিনউদ্দীন সরদারের পুত্র মুনতাজ সরদার (৪২),শ্যামল ঘোষের পুত্র রিপন ঘোষ (৩৫), মৃত সলিম সরদারের পুত্র লোকমান সরদার (৫২),মৃত মমিন উদ্দীন সরদারের পুত্র হোসেন আলী (৬০) উভয় সাং মির্জাপুর, নোয়াকাটি গ্রাামের রাজ্জাক সরদারের পুত্র শাহিনুর ইসলামের নাম উল্লেখ করে এজাহার দাখিল করেন। যার মামলা নং ১১। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদী হাসান বলেন আমরা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এ প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানান মামলার সত্যাতা স্বীকার করেন এবং আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।