পাটকেলঘাটা প্রতিনিধি ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা হারুণ অর-রশিদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিন বছর ব্যাপী দায়িত্ব পালনকারী মো: আব্দুল গফ্ফারকে অপসারণ করে আগামী ১০ (দশ) কর্ম দিবসের মধ্যে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত গভর্নিং বডির রেজুলেশন, কর্মরত শিক্ষক তালিকা, দায়িত্ব প্রদান সংক্রান্ত পত্র ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অধিভূক্তি নবায়নের কপি বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অত্র কলেজ গভর্নিং বডিকে নির্দেশনা প্রদান করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্মারক নং: ওহং ০২-৪/০০১৮২১/২০১৭/০২৫৮/১৪১ তারিখ: ১৫/০১/২০২৪ কিন্তু অদ্যবধি সে নির্দেশনা বাস্তবায়ন হয়নি। ইতোপূর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারনের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুরূপ নির্দেশনা স্মারক নং: ০৭ (১৫২৫) জাতী:বি:/ক:প:/ ৫৪৬১৪, তারিখ: ২৯/০৬/২০২২ একই ভাবে কার্যকর করা হয়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষের মেয়াদ সর্বোচ্চ ০১ বছর হলেও উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার সম্পূর্ণ অবৈধভাবে দীর্ঘ ০৩ বছর ব্যাপী উক্ত দায়িত্ব পালন করেন।