কালিগঞ্জ ব্যুরোঃ কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া সরকারি বিদ্যালযের পরিচালনা কমিটি গঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক পারভীন আক্তার খুকুর সভাপতিত্বে বিভিন্ন কাটাগরী থেকে নির্বাচিত মোট ১১ জন সদস্য নিয়ে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যাোলয়ের দাতা সদস্য তুহিন জাহাঙ্গীরকে সভাপতি ও পারভেজকে সহ সভাপতি মনোনীত করা হয়েছে।কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক পারভিন আক্তার খুকু, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি হুমায়ুন কবীর, বিদ্যুৎসাহী (পুরুষ) জি, এম. ফয়সাল আহমেদ বুলু, বিদ্যোৎসাহী (মহিলা) তাহেরা পারভিন মুক্ত, অভিভাবক সদস্য (পুরুষ) সুলতান আহমেদ, মহিলা সদস্য সাবিকুন নাহার সুমি, নাহার পারভিন ও শিক্ষক প্রতিনিধি রেহেনা পারভিন, ইউপি সদস্য জি, এম. আকবর আলী।