রবিবার, ০৪ মে ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পাপুয়ায় আঘাত হেনেছে মাঝারি ভ‚মিকম্প

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : গতকাল বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলে আঘাত হেনেছে মাঝারি ভ‚মিকম্প। এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ সংস্থা। রিখটার স্কেলে এ ভ‚মিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২ মাত্রা। ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, ভ‚মিকম্পের কেন্দ্রস্থল ছিল পাপুয়া প্রদেশের রাজধানী শহর জয়পুরা থেকে এক কিলোমিটার দূরে। মাটির ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়। জয়পুরার দুর্যোগ সংস্থার প্রধান আসাপ খালিদ এক বিবৃতিতে বলেছেন, ভ‚মিকম্পের কম্পনে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতর আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারীরা। তিনি আরো বলেন, দুই থেকে তিন সেকেন্ড ধরে ভ‚মিকম্পটি প্রবলভাবে অনুভ‚ত হয়, যার ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত সোমবার আঘাত হানা সিরিয়া ও তুরস্কে ভ‚মিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। বহু লোক প্রচণ্ড ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এতে শেষ পর্যন্ত নিহতের সংখ্যা অনেক বাড়তে পারে। সূত্র : রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com