এফএনএস \ পটুয়াখালী জেলার কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। পটুয়াখালী জেলার কলাপাড়ার ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) স্ক্র্যাপ শেডের আগুন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০ একর এরিয়ার স্ক্র্যাপশেডে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, আগুনে ওখানকার ১৩ থেকে ১৪টি ডিউটি পোস্ট ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের স্থলে অন্তত হাজার টন স্ক্র্যাপসহ লোহালক্কর রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আরো জানা গেছে, খবর পেয়ে কলাপাড়ার ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে পৌঁছে পাওয়ার প্লান্টের লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নয়া দিগন্তকে জানিয়েছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জুনিয়র এক্সিকিউটিভ মো: মহিউদ্দিন। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, দেয়াল টপকে কেউ আগুন লাগাতে পারেন। এদিকে আগুনে মূল পাওয়ার প্লান্টের কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বিষয়টি নাশকতা কি না তা এই মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি।