বুধবার, ২৮ মে ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

পারটেক্সের সাথে বড়ো ব্যবধানে জয় পেলো মোহামেডান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫

তামিম ইকবালের সেঞ্চুরিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১১ চার ও ৫ ছয়ে মোহামেডানের জয়ের নায়ক তামিম ইকবাল। গতকাল রোববার ঢাকা প্রিমিয়ার ভিডিশন ক্রিকেট লিগে বিকেএসপিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে পারটেক্স স্পোর্টিং ক্লাব। তাইজুল ইসলাম, নাসুম আহমেদের স্পিং অ্যাটাকে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে পারটেক্স স্পোর্টিং ক্লাব। দুই ওপেনার জয়রাজ শেখ (৩৮) এবং রুবেল মিয়াকে (২৪) প্যাভিলিয়নের পথ দেখান নাসুম আহমেদ। ৮৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখে আহরার আমিন। তাছাড়া জাওয়াদ রোয়েন করেন ৪২ রান। ৪৬.৩ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। মোহামেডানের হয়ে ৪ টি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম, ৩ টি পান নাসুম আহমেদ। লক্ষ্য তাড়া করতে নেমে মোহোর শেখের বলে শুরুতেই ফিরে যান রনি তালুকদার। তারপর ৩২ বলে ৬ রানের দৃষ্টিকটু ইনিংস খেলে ফেরেন মাহিদুল ইসলাম অংকন। তাওহীদ হৃদয়ের সাথে জুটি গড়ে দলকে এগিয়ে নিতে থাকেন তামিম ইকবাল। ব্যাক্তিগত ৩৭ রানে হৃদয় ফিরলে মুশফিককে নিয়ে বাকি কাজটা শেষ করেন তামিম। এরমধ্যেই শতক তুলে নেন তামিম। ১১২ বলে খেলেন ১২৫ রানের অপরাজিত ইনিংস। ৩ উইকেট হারিয়ে মোহামেডান জয়ের স্বাদ পায় মাত্র ৪০.২ ওভারে। মুশফিকুর রহিম অপরাজিত থাকেন ৩৫ রানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com