বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সালমা পারভীন ঝর্ণা এর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম এর মমতাময়ী ‘মা’ সালমা পারভীন ঝর্ণা গত ১৯ নভেম্বর ২০২৩ তারিখ মৃত্যুবরণ করায় তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা সহ মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে সালমা পারভীন ঝর্ণা এর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ আজাদ হোসাইন।