বিশেষ প্রতিনিধি/বিষ্ণুপুর প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৫৯নং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বুধার বেলা সাড়ে ১১টায় বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সহকারী শিক্ষক দীপঙ্কর সরদার, সদস্য তরুন কুমার রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবক আব্দুস সামাদ, মেহেদী হাসান বাবু প্রমুখ। সহকারী শিক্ষক সঞ্জয় কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে ফলাফল প্রকাশ শেষে প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে এবং ২০২২ সালে একদিনও নৈমিত্তিক ছুটি না নিয়ে নিয়মিত যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য সহকারী শিক্ষিকা মোছা. সেলিনা পারভীনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় স‚ধীবৃন্দ উপস্থিত ছিলেন।