দেবহাটা অফিস \ ঢাকাস্থ পারুলিয়ার বন্ধুদের সহায়তায় শফিউল আহসান পলাশের উদ্যোগে গত দুই দিন ব্যাপী পারুলিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের হতদরিদ্র, দুঃস্থ, প্রতিবন্ধী, এতিম বিধবা ও শীতার্তদের মাঝে ৫০০ পিস কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ কার্যক্রমে ঢাকাস্থ ও পারুলিয়ার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন ও বিতরণ করেন আমিনুর রহমান, শরিফুল ইসলাম বাবু, রিয়াজুল ইসলাম রিয়াজ, শফিক, আলতাফ, রাজিব, ডালিম, জাহাঙ্গীর, বাচ্চু, নবাব মেম্বর, আলমগীর, রফিক, আসাদুল, আব্দুল্লাহ, পলাশ মন্ডল, মমিন, শিমুল প্রমুখ। আগত জনমানুষের উদ্দেশ্যে আগামীতেও সব ধরনের বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসহ অপরাপর প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবেন বলে ঘোষণা করেন শফিউল আহসান পলাশসহ পারুলিয়া ও ঢাকাস্থ বন্ধুরা।