দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষার্থী, অপরাপর শিক্ষার্থী, অভিভাবক শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি পেশার জনমানুষের উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও উপজেলা জামায়াত আমীর মাও: অলিউল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, দেবহাটা বিএনপির প্রাক্তন সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ আবুল কালাম, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, অভিভাবক সদস্য ও বিএনপি নেতা হাসান সরাফি, ইউনিয়ন জামায়াত আমীর সোহরব হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ: রাজ্জাক, শিক্ষক প্রতিনিধি ওমর ফারুক, প্রাক্তন প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবু জাফর, আ: সালাম, লিয়াকত প্রমুখ। সভায় বিদায়ী শিক্ষার্থীরা এবং বর্তমান শিক্ষার্থীরা নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।