দেবহাটা অফিস \ দেবহাটা উপজেলা ওলামা পরিষদ গতকাল পারুলিয়া বাসস্টান্ডে মানববন্ধন করেছে। সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে, দিলীর মৌলভি সাদের অনুসারীদের কতৃর্ক হত্যাকান্ড, হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিপুল সংখ্যক ওলামা পরিষদ সদস্য ও সাধারণ মানুষের উপস্থিতিতে বক্তারা বলেন গত ১৮ ডিসেম্বর ধর্মপ্রাণ মানুষগুলো (সাথীরা) দিনের ক্লান্তি শেষে রাতে ঘুমিয়ে ছিলেন যে সময় দিলীর মৌলভী সাদের অনুসারীরা দাও, ছুরিসহ অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে অন্তত চার জন সাথী শহিদ হয়। বক্তারা অবিলম্বে সাদপন্থী উগ্রবাদী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদেরকে বয়কটের আহ্বান জানান। ইতিপূর্বেও তারা অঘটন ঘটিয়েছে কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সাথে ঘনিষ্ঠতার কারণে তাদের কিছুই হইনি। বক্তারা আরও বলেন উক্ত সাদ পন্থীরা সাতক্ষীরা সহ দেশের কোন মসজিদে বা মারকাসে কর্মকান্ড চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। মানববন্ধন পরিচালনা করেন কাী ও ইমাম আলহাজ্ব ফজলুল হক আমিনী, বক্তব্য রাখেন মাও মুফতি আব্দুস সবুর, মাও: আশরাফ হোসেন, মাও: আব্দুর রহমান, মুফতি আব্দুল হালিম, মুফতি কামালনুদ্দীন ইসলাম, মুফতি হারুনর রশিদ, কারী শরিফুল ইসলাম, কারী আবু নাঈম প্রমুখ।