দেবহাটা অফিস \ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ এর ইউনিয়ন পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় পারুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মো: জিয়াদ আলীর সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক ও প্রাক্তন সভাপতি আবু তালেব মোল্যা, উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুজিত কুমার ঘোষ, কামরুল ইসলাম, রেজাউল ইসলাম, নিমাই মন্ডল, ইয়াছিন আলী, মুজিবর রহমান, আব্দুল মাবুদ, রফিকুল ইসলাম সহ এগার জন প্রধান শিক্ষক। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।