দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার উত্তর কোমরপুর গ্রামের আনারুল ইসলামের বসতঘর ও গোয়াল ঘর আগুনে পুড়েছে এ সময় গোয়ালঘরে থাকা দুইটি গরু ও চারটি ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। জীবন ধারণের অন্যতম অবলম্বন গরু দুইটির মৃত্যুতে পরিবারটি পথে বসেছে একই সাথে বসতঘর পুড়ে যাওয়ায় আশ্রয়হীন হয়েছে আনারুল পরিবার। মর্মান্তিক বেদনাদায়ক এই ঘটনায় পুরো কোমরপুর গ্রামে শোকাহত পরিবেশ বিরাজ করছে। দুরদুরান্ত হতে লোকজন আসছে এবং পরিবারটি পাশে দাঁড়ানোর প্রতিশ্র“তি দিচ্ছে। আশ্রয়হীন, জীবীকা অর্জনের মাধ্যমে গরু হারানো মৃত সুকচান সরদারের পুত্র আনারুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা জানান বসতবাড়ীর সব ধরনের আসবাবপত্র, এমনকি থাকার ঘটি, রান্নার চাল সবই আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে আগুন ধরার ঘটনা ঘটতে পারে। ভস্মিভূত আনারুলের বাড়ীতে উপস্থিত হন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাসার। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানান ও সহযোগিতা করেন এবং আগামীতে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত আমীর মাও: অলিউল¬াহ, সেক্রেটারী এইচ.এম ইমদাদুল হক, উপস্থিত হন বিএনপি নেতা মহিউদ্দীন সিদ্দিকী, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত হন মিজানুর রহমান মেম্বর জাহাঙ্গীর হোসেন, শাহীন, জাহাঙ্গীর কবির বাচ্চু, আহছান উল¬াহ ডালিম, শরিফুল, আখতার, সাইদুল প্রমুখ।