দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামী গতকাল বিকালে কর্মী ও সুধী সমাবেশ করেছে। রমজানের দিনে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিপুল সংখ্যক কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে প্রধান অতিথি ছিলেন দেশখ্যাত আলেম কেন্দ্রীয় শুরা সদস্য সাতক্ষীরা ৩ আসনের সংসদ পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। পারুলিয়া ১ ও ২ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত উক্ত সমাবেশে মুহাদ্দিস রবিউল বাসারের উপস্থিত থাকার বিষয়টি ঘোষণা করা হলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ দেশখ্যাত আলেমের বক্তব্য শুনতে উপস্থিত হন। কর্মী সমাবেশে আলাহর আইন ও কুরআনের শাসন ব্যবস্থা পক্ষে মূহুর মূহুর শোগান উচ্চারিত হতে থাকে। কর্মী সমাবেশ বিশাল সমাবেমের রুপ ধারণ করে। ইউনিয়ন জামায়াত সহ সেক্রেটারী আরশাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় মুহাদ্দিস রবিউল বাশার বলেন, এই জমিনে আলাহর আইন প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামী কাজ করছে। জামায়াত ইসলামীর কোন কর্মী অনৈতিক অইসলামিক কাজে সম্পৃক্ত নয়। দখল, চাঁদাবাজির সাথে যুক্ত নয়। প্রতিটি জামায়াত শিবির কর্মী ইসলামের সুমহান আদর্শ ধারণ করে সাংগঠনিক কাজে নিয়োজিত। দেবহাটার জামায়াত শিবিরের নেতাকর্মীদের রক্ত ঝরেছে। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহসেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াত আমীর শিক্ষাবীদ মাও: অলিউল ইসলাম, জামায়াত নেতা মাসুদ রানা, ইউনিয়ন আমীর সোহরব হোসেন, ফজলুর রহমান, আল আমীন, রফিকুল ইসলাম হাজি, সাবুর আলী, কাওছার আলী, হাফিজুল ইসলাম, আনারুল ইসলাম, আইয়ুব আলী মোড়ল প্রমুখ।