দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়া ইউনিয়নের চারকুনি গ্রামের বাসিন্দা মোহাম্মদ পেয়ার আলী বসত ঘর এবং ঘরের আসবাবপত্র গতকাল বিদ্যুতের সংস্পর্শে অগ্নিকাণ্ড ভস্মিবূত হয়েছে। পরিবারটির সামনে হতাশা আর সর্বস্হ হারানোর পরিস্থিতি বিরাজ করছে। নগদ অর্থসহ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বসতবাড়ীর প্রতিটি অংশে আনুনের লেলিহান শিখায় ভস্মিভূত। চারকুনি গ্রামে আনুন ধরার খবর জেনেই গ্রামটিতে ও ভস্মিভূত পেয়ার আলীর বাড়ীতে উপস্থিত হন দেবহাটা উপজেলা জামায়াত আমীর শিক্ষাবীদ মাওঃ অলিউল ইসলামের নেতৃত্বে জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জমায়াত আমীর সহ নেতৃবৃন্দ আগুনে ভস্মিভূত চিএ প্রত্যক্ষ করেন, নগদ টাকা পুড়ে যাওয়ার অংশ দেখা যায়। পরিবারটির দুঃখজনক পরিস্থিতিতে মাওলানা অলিউল ইসলাম আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দেবহাটা উপজেলা শাখা এবং পারুলিয়া ইউনিয়ন আমীর মোহাম্মদ সোহরাব হোসাইন সহ স্থানীয় নেতৃবৃন্দ তাৎক্ষণিক ছুটে যাওয়ার পাশাপাশি সহায় সম্বল হারানো ভুক্তভোগী পরিবারকে জেলা ও উপজেলার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা করেন। পরবর্তীতে গৃহ নির্মাণসহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। জামায়াত আমীর বলেন পরিবারটির পাশে জামায়াত ইসলাম আগামীতে সহায়তার ক্ষেত্র সম্প্রসারিত করবে। আল্লাহ আমাদের সবাইকে একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন।