দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আ: হক (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন) গতকাল বাদ জোহর দক্ষিণ পারুলিয়াসহ ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। পারুলিয়ার মরহুম রহমান কামারীর বড় পুত্র আ: হক এর মৃত্যুতে এলাকাবাসিসহ ব্যবসায়ীদের মাঝে শোক ছড়িয়ে পড়েছে। অত্যন্ত বিনয়ী, সদালপি ও বন্ধুসুলভ ছিলেন মরহুম আ: হক। মরহুমের ভ্রাতা শফিকুল ইসলাম শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে বাড়ীতে আসা জানাজায় ও দাফনে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা অংশ নেন।