রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পারুলিয়ার সন্তান মুক্তিযোদ্ধা আইনজীবী এ্যাড: ইউনুস আলীর সুস্থতা কামনায় গ্রামের মসজিদে মসজিদে দোয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

 

দেবহাটা অফিস \ সাতক্ষীরা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আইনজীবী বীর মুক্তিযোদ্ধা এ্যাড: ইউনুস আলীর শারিরীক অবস্থা সংকটাপন্ন। প্রথিতযশা এই আইনজীবী গত শনিবার ইফতারের পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং ব্রেনে রক্ষক্ষরণ হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। জন্মস্থান ও গ্রামের বাড়ী পারুলিয়া সহ আশপাশের মসজিদ গুলোতে জুমাতুল বিদায়ের নামাজে আশু সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পেশাগত কারণে তিনি সাতক্ষীরা শহরে বসবাস করলেও সপ্তাহে শুক্রবার নিজ গ্রামের মসজিদে জুম্মার নামাজ আদায় করতেন, শুক্র ও শনি বার তিনি পারুলিয়াস্থ মুক্তিযোদ্ধা অফিসে সহযোদ্ধা, বন্ধু ও এলাকাবাসির সাথে সময় দিতেন। গত শনিবার অসুস্থ হওয়ার দিনও তিনি পারুলিয়া মুক্তিযোদ্ধা অফিসে অবস্থান শেষে জোহরের নামাজ আদায় করে সাতক্ষীরা শহরস্থ বাড়ীতে ফেরেন। এলাকাবাসির প্রিয়জন এ্যাড: ইউনুস আলীর গুরুত্বর অসুস্থতার খবরে উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তিনি বর্তমানে সাতক্ষীরা শহরস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। সহকর্মী ও বন্ধু এ্যাড: বিভূতি ভূষণ দত্ত জানান আমাদের ইউনুসের অবস্থা সংকটাপন্ন, সকলে দোয়া ও আর্শীবাদ করুণ দ্রুত যেন সুস্থ্য হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com