দেবহাটা অফিস \ পারুলিয়া আহছানিয়া মিশন নলতা ওরছ শরীফ উপলক্ষ্যে পরামর্শ ও প্রস্তুতি সভা করেছে। হযরত খান বাহাদুর আহছান উলাহ (র:) ৬১ তম বার্ষিক পবিত্র ওরছ আগামী ৯, ১০, এবং ১১ ফেব্র“য়ারিতে অনুষ্ঠিত হবে। পারুলিয়া আহছানিয়া মিশনের নিজস্ব কার্যালয়ে উক্ত প্রস্তুতি ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন পারুলিয়া মিশন সভাপতি আলহাজ্ব মোসলেহ উদ্দীন মুকুল। মিশন সম্পাদক আসাদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে মতামত ব্যক্ত করেন ও উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, মহিউদ্দীন সিদ্দিকী, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, রফিকুল ইসলাম, সাঈদ ইঞ্জিনিয়ার, রজব আলী মোল্যা, জিয়াদ আলী মেম্বর, বাসারাত হোসেন, আবু মুছা, নাজমুল হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুলাহ সিদ্দিকী, সাফায়েত হোসেন বাচ্চু, ইলিয়াস হোসেন সুমন বাবু প্রমুখ।