দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মীসভা গতকাল শনিবার মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির বিপুল সংখ্যক নেতা কমিটির উপস্থিতি ও অংশগ্রহণে কর্মীসভা জনসভার রুপ ধারণ করে। ভারপ্রাপ্ত সভাপতি আ: বারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন কর্মী সম্মেলন গঠিত টিম প্রধান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মাসুম বিলাহ, টিমের অন্যান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন মেম্বর, মোখলেছুর রহমান মুকুল, হাসান সরাফি, এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, প্রভাষক কামাল হোসেন, আলতাফ হোসেন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল কালাম, খান ওয়াহেদুজ্জামান, রাজিব হোসেন রাজু, আমজাদ হোসেন, মিজানুর রহমান মেম্বর, জাহাঙ্গীর আলম, সুমন বাবু, শরিফুল ইসলাম, সাফায়েত হোসেন আর্মি, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, রোকন, হোসেন, সিরাজুল ইসলাম, আহসান উলাহ ডালিম, আবু মালেক, আরশাদ আলী, শাহীন সাইফুর, আমিনুর, আলতাফ, আখতার, আসাদুল, মোহাম্মদ আলী মিঠু, তানভীর সুজা, ফারুক আকবর প্রমুখ। বক্তারা বলেন শীহদ জিয়ার দল বিএনপিকে শক্তিশালী করতে, অধিকতর প্রান্তিক পর্যায়ে নিতে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে হবে। বিগত আওয়ামী দুঃশাসনের সময়গুলোতে হামলা, মামলা, জেলজুলুমের শিকার নেতাকর্মীদের ত্যাগের যথাযথ মূল্যায়ন করবে দল। আওয়ামী দোসরদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান নেতৃবৃন্দ। ত্যাগী নেতা কর্মীদেরকে আগামী দিনেও যে কোন ত্যাগ স্বীকারে বিশেষ করে দলের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান।