দেবহাটা অফিস \ দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল ঘোষণা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার সমবায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব উপসচিব আবুল হাসান, পারুলিয়ার কৃতি সন্তান উপসচিব আবুল হাসান এই বিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি বলেন আমার নিজের বিদ্যালয়ে এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যার সভাপতিত্বে প্রধান শিক্ষক জিয়াদ আলীর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া এসএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ: রাজ্জাক, বালিকা বিদ্যালয়ের নজরুল ইসলাম, পরিচালনা করেন সহকারী শিক্ষক স্বপন কুমার মলিক ও মহব্বত হোসাইন।