দেবহাটা অফিস॥ দেবহাটার পারুলিয়া এস,এম মধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব এন্তাজ আলী (৭০) গতকাল সকাল নয়টার দিকে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি———————–রাজিউন)। সদা হাসিখুশি, পরোপকরী, বহুধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লেষ্ট আলহাজ্ব এন্তাজ আলীল মৃুত্যুর সভর প্রচারহলেএলাকায় শোকাহত পরিবেশের অবতরনা ঘটে। বাদ আছর মাঝ পারুলিয়া ঈদগাহ ময়গদানে বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহনে জানাজা শেষে পারিবারীক গোরস্থানে দাফন করা হয়। হজারো চাত্র, ভাক্ত, শুভাকাঙ্খি অশ্র“সিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত হন এই শিক্ষা বিদ। ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন এবং শিক্ষা বিস্তরে অগ্রনী ভূমিকা পালনকারী মরহুম আলহাজ্ব এন্তাজ আলী সর্বশেষ ছিদ্দিকীয়া বাদশা মোল্ল্যা হাফিজিয়া মাদ্রাসা স্থাপনে অগ্রনী ভূমিকা রাখেন, নির্মানাধীন মাদ্রাসা ও এতিমখানায় নির্মানযজ্ঞে সময় অতিবাহিত করছিলেন। পারুলিয়ার বহু মসজিদের উন্নয়নে তিনি ছিলেন অতি আলোকিত। সর্বদা হাসিমুখে কথা বলা এই মহানুভব ব্যক্তিত্বের জীবনাবসনা পারুলিয়ার জন্য বিশেষ শুন্যতা সৃষ্টি করবে। মরহুতের পারিবারীক সূত্র জানায় গত সোমবার তিনি ঘাড় যন্ত্রনায় আক্রান্তহন এ সময় সাতক্ষীরা একটি হাসপাতালে নিলে সুস্থ হলে বাড়ীতে আসলে পুনরায় অসুস্থ হলে চিকিৎসকের কাছে নিলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুরপূর্বে তিনি ফজরের নামাজ আদায় করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা সন্তান, ভাই,জামাতা, ভাইপো সহ বহু আত্মীয় সব্জন রেখে গেছেন। জানাজা নামাজে ইমামতি করেন মুহাদ্দিস হাফেজ রবিউল বাসার। পরিবারের পক্ষে ক্ষমা প্রার্থনা কামনা করে বক্তব্য রাখেন জামাতা সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। স্মরন কলের বৃহত্তম জানাজায় বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ নেন।