সোমবার, ০১ জুলাই ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এনইউবিটি খুলনাতে “আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সংসদ সদস্য সেজুতির চেক বিতরন ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে হাইজেন কিট বিতরণ কালিগঞ্জে সুশীলনের ৫৭-তম সাধারণ সভা মৎস্য ঘেরের বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কয়রায় জিআরের চাউল বিতরণ রকিবুল ইসলাম এর পাশে নিসচা নেতৃবৃন্দ রোটারিয়ান মো: শাহজাহান জমাদ্দারকে সংবর্ধনা পৌরসভার ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান

পারুলিয়ার আলহাজ্ব এন্তাজ আলীর জীবনাবসান শোক শ্রদ্ধায় দাফন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪

দেবহাটা অফিস॥ দেবহাটার পারুলিয়া এস,এম মধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব এন্তাজ আলী (৭০) গতকাল সকাল নয়টার দিকে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি———————–রাজিউন)। সদা হাসিখুশি, পরোপকরী, বহুধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সংশ্লেষ্ট আলহাজ্ব এন্তাজ আলীল মৃুত্যুর সভর প্রচারহলেএলাকায় শোকাহত পরিবেশের অবতরনা ঘটে। বাদ আছর মাঝ পারুলিয়া ঈদগাহ ময়গদানে বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহনে জানাজা শেষে পারিবারীক গোরস্থানে দাফন করা হয়। হজারো চাত্র, ভাক্ত, শুভাকাঙ্খি অশ্র“সিক্ত নয়নে চিরনিদ্রায় শায়িত হন এই শিক্ষা বিদ। ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন এবং শিক্ষা বিস্তরে অগ্রনী ভূমিকা পালনকারী মরহুম আলহাজ্ব এন্তাজ আলী সর্বশেষ ছিদ্দিকীয়া বাদশা মোল্ল্যা হাফিজিয়া মাদ্রাসা স্থাপনে অগ্রনী ভূমিকা রাখেন, নির্মানাধীন মাদ্রাসা ও এতিমখানায় নির্মানযজ্ঞে সময় অতিবাহিত করছিলেন। পারুলিয়ার বহু মসজিদের উন্নয়নে তিনি ছিলেন অতি আলোকিত। সর্বদা হাসিমুখে কথা বলা এই মহানুভব ব্যক্তিত্বের জীবনাবসনা পারুলিয়ার জন্য বিশেষ শুন্যতা সৃষ্টি করবে। মরহুতের পারিবারীক সূত্র জানায় গত সোমবার তিনি ঘাড় যন্ত্রনায় আক্রান্তহন এ সময় সাতক্ষীরা একটি হাসপাতালে নিলে সুস্থ হলে বাড়ীতে আসলে পুনরায় অসুস্থ হলে চিকিৎসকের কাছে নিলে গতকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুরপূর্বে তিনি ফজরের নামাজ আদায় করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা সন্তান, ভাই,জামাতা, ভাইপো সহ বহু আত্মীয় সব্জন রেখে গেছেন। জানাজা নামাজে ইমামতি করেন মুহাদ্দিস হাফেজ রবিউল বাসার। পরিবারের পক্ষে ক্ষমা প্রার্থনা কামনা করে বক্তব্য রাখেন জামাতা সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। স্মরন কলের বৃহত্তম জানাজায় বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com