দেবহাটা অফিস \ দেবহাটায় এলিট পেইন্ট কোম্পানী পারুলিয়া বাজারে ব্যতিক্রম ধর্মী লটারী সম্পন্ন করেছে। উপজেলার এলিট পেইন্ট বিক্রয় প্রতিনিধি, রং মিস্ত্রী সহ এই পেইন্টে সাথে সংশ্লিষ্টদের অংশ গ্রহনে ও কোম্পানীর খুলনা বিভাগীয় প্রধান আব্দুল মান্নান এর উপস্থিতিতে লটারীতে রংমিস্ত্রী আনারুল ইসলাম একক ভাবে ওসি পুরুস্কার অর্জন করেন। লটারীতে বাজিমাত আয়োজনে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার হাসান রহমান, জেলা প্রতিনিধি (সাতক্ষীরা) মিয়ারাজ হোসেন, আল আমীন ট্রেডার্স পরিচালক নাহিদুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ। লটারীতে বাজীমাত বিপুল সংখ্যক মানুষের সমাগম ছিল লক্ষনীয়।