দেবহাটা অফিস ॥ দেবহাটার প্রবীন আওয়ামীলীগ নেতা, পারুলিয়ার পরিচিত মুখ, দক্ষিন পারুলিয়ার ইয়াছিন আলী মোল্ল্যা ৮৫ ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি ——–রাজিউন)। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত কারনে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি পা ভেঙ্গে ঘরবন্দী হয়ে পড়েন। বর্ণাঢ্য সামাজিক ও রাজনৈুিতক জীবনের অধিকাী সব শ্রেনির পেশার মানুষের সাথে সম্পর্ক ছিল কাছাকাছি ও আন্তরিক। দলমত সকলের শ্রদ্ধার ব্যক্তিত্ব ইয়াছিন আলী মোল্ল্যার মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে। তার মৃত্যুর খবরে বাসভবনে আসেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও চারকন্যা এবং বহুগুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর জানাজা শেষে পারিবারীক গোরস্থানে দাফন করা হয়।