শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

পারুলিয়ার প্রধান শিক্ষক শেখ আবুল হোসেনের বিদায় এবং শিক্ষার্থীদের কান্না

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

দেবহাটা অফিস ॥ শিক্ষার্থীরা অশ্র“সিক্ত, কেউ কেউ নিরবে আবার অনেকে উচ্চস্বরে কেঁদেই চলেছে। কখনও কখনও এক সাথে সমস্বরে উদভ্রান্তের ন্যায় হাউমাউ করে কাঁদছে তো কাঁদছেই। কেবল শিক্ষার্থীরা নয় উপস্থিত অভিভাবক, সহকর্মি শিক্ষক সহ দাওয়াতি অতিথিরাও আবেগ প্রবন হয়ে পড়েন। কোন কোন সময় পুরো বিদ্যালয় প্রাঙ্গনের উপস্থিতিদের মাঝে নিরবতা, পিনপতন নিরবতা আবার অশ্র“ সিক্ততার চিৎকার। প্রিয় স্যার বিদায় নেবেন, আর ক্লাসে পাঠদান করবেন না, আদর, সোহাগ আর শাসন সবই থাকবে অনুপস্থিত, প্রিয় স্যার কে দেখতে পাবে না। এই দৃশ্য আর ভাবাবেগ পারুলিয়ার এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেনের বিদায় অনুষ্ঠানের দীর্ঘ সময় আলোকিত শিক্ষক শেখ আবুল হোসেন পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অন্তত দক্ষতা, সততা, কর্তব্যপরায়নাতার সাথে দায়িত্ব পালন করেছেন। গতকাল ছিল আলো ছড়ানো প্রধান শিক্ষক শেখ আবুল হোসেনের শেষ কর্ম দিবস, চাকুরী বিধি মালায় তিনি অবসরে গেলেন। নিজ কর্ম দক্ষতায়, বিচক্ষনতায় আর দায়িত্ববোধের শতভাগ সমার্পন করেছেন এই বিদ্যালয়ের উন্নয়নে, শিক্ষা প্রসারে। সাতক্ষীরার অন্যতম বিদ্যাপিঠে পরিনত করেছেন। শিক্ষার্থীরা যখন প্রিয় শিক্ষক বিদায়ী আয়োজনে বক্তব্য রাখছিলেন তখন তিনি আশ্র“ সংবরন করতে পারেন নাই। তিনি ও কেঁদেছেন প্রিয় শিক্ষার্থীদের ছেড়ে যেতে। পারুলিয়ার সাধারন এই প্রধান শিক্ষকের কাছে এক ধরনের ঋণী তিনি তার জীবনের দীর্ঘ সময় শিক্ষাদানে ব্যয় করেছেন। শিক্ষার্থী সহ বিদ্যালয় শেষ দিনে বিদায়ী প্রধান শিক্ষক কে সম্মান জানাতে সামান্যতম কৃপনতা করেনি। বিশাল আয়োজন, আবারিত জনসমাগম আলোক উজ্জ্বল ভরা প্যান্ডেল, নানান ধরনের উপহার সামগ্রী সর্বপরি অফুরন্ত ভালবাসা পেলেন প্রধান শিক্ষক, তিনি কেবল পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নন তিনি পারুলিয়া বাসির শিক্ষক, হাজার হাজার শিক্ষার্থীকে শিক্ষিত করার কারিগরকে বিদায় জানাতে গতকাল ম্যানেজিং কমিটি জন প্রতিনিধি সুশিল সমাজ সকলের উজ্জ্বল উপস্থিতি ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com