দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়া মোটরসাইকেল চালক সমিতি দীর্ঘ দিনের রোজাদারদের মিষ্টি শরবত সহ সাধ্যানুযায়ী ইফতার বিতরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। সমিতির সভাপতি খলিলুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিদিন আছর নামাজের পর তেকে পারুলিয়া বাসষ্ট্রান্ড সংলগ্ন বদরতলা সড়কের সম্মুখ ভাগে শরবত বিতরন কার্যক্রম চলমান। প্রতিদিন শত শত রোজাদার শরবত নিয়ে ইফতারি করছে। জানাগেছে সমিতির নিজস্ব অর্থায়নে সমিতির সদস্যরদের পাশাপাশি সর্বস্তরের রোজাদাররা এই সুযোগ পাচ্ছেন। রোজার সময় গুলো ছাড়াও এই সমিতি সারা বছর সর্বসাধারনের জন্য সুপেয় পানি পরিবেশন করে, সমিতির সদস্য ছাড়াও মুমুর্ষরোগীদের রক্তদানকরে থাকে। দূর্ঘটনায় বা অন্য কোন কারনে অসুস্থ সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। সমিতির সদস্য মোহাম্মদ আলী জানান পারুলিয়া মোটরসাইকেল সমিতির সভাপতি খালিলুর রহমান, সাধারন সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে এগিয়ে চলেছে এবং বহু বিধ জনসেবামুলক কর্মকান্ড পরিচালনা করছে।