দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী মাঝ পারুলিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র মো: রবিউল ইসলাম (৯) কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে। গতকাল দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী, ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) সভাপতি আবু তালেব মোল্ল্যা, প্রধান শিক্ষক মোঃ জিয়াদ আলী, ও সহকারী সিনিয়র শিক্ষক স্বপন কুমার মল্লিক অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসার খোজ খবর নিতে বাসভবনে যান। উল্লেখ্য বিদ্যালয় কর্তৃপক্ষ (এসএমসি) গরীব পিতা আবুল হোসেনকে রবিউলের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা দিচ্ছে। আগামীতে উন্নত চিকিৎসার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবেন বলে পিতা মাতা সহ পরিবারের সদস্যদেরকে অশ্বস্থ্য করেন।