দেবহাটা অফিস \ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক ডা: আ,ফ,ম রুহুল হক এমপি গতকাল পারুলিয়া ইউনিয়ন চার ও পাঁচ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বিস্তারিত বিবরন দেন এবং দলীয় কর্মি ও সমর্থকদের ঐক্যবদ্ধ ভাবে দলকে অধিকতর শক্তিশালী করনের আহবান জানান, বিকাল তিনটায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত উক্ত কর্মি সভায় সাধারন মানুষের ও উপস্থিতি ছিল। তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও উন্নয়ন আর অগ্রগতির প্রতিক নৌকায় ভোট প্রার্থনা করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি সাধারন ও প্রান্তিক পর্যায়ের কর্মিদের বক্তব্য ও শোনেন। পারুলিয়ায় উন্নয়নমূলক কর্মযজ্ঞের বিবরন তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রাক্তন চেয়ারম্যান, ইউনিয়ন সম্পাদক সাইফুল ইসলাম, প্রাক্তন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইয়াছিন আলী, নলতা আ’লীগ নেতা তরিকুল ইসলাম, সভাপতিত্ব করেন আ’লীগ নেতা গফফার মলিক, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেম্বর রবিউল ইসলাম, নওয়াব আলী, হীরা প্রমুখ।