দেবহাটা অফিস \ রিপন ৪ আর জামির হোসেন, এই অবুঝ শিশু। দেবহাটা পারুলিয়ার ঘড়িয়াডাঙ্গার মেঠো পথ, ঘের সড়কে প্রতিদিনের ন্যায় গতকালও অবচেতন মনে খেলছিল। কিন্তু সেই খেলাই যে শেষ খেলা তা কি কেউ জানতো, কিন্তু সেটাই হলো ঘের সংলগ্ন সড়কে খেলতে খেলতে এক সময়ে ঘেরের পানিতে পড়ে গেলে, সাতার না জানা নিষ্পাপ দুই শিশু মৃত্যুমুখে পতিত হয়। বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে রিপনের লাশ পানিতে ভাসতে থাকে, তার কিছুপর অপর শিশু জামিরের লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসি। সূর্য তখন পশ্চিম আকাশে ডুব দিতে শুরু করেছে। অন্যদিক পুরো খড়িয়া ডাঙ্গা গ্রাম কেঁদে ওঠে। পুরোগ্রাম কেঁদেছে, কাঁদছে পারুলিয়া, মুহুর মুহুর দুই শিশুর বাবা মা সহ আত্মীয়স্বজনরা মুর্ছা যাচ্ছিলেন, রিপন আর জামিরের পিতা রহিম এবং বাবুল হোসেন তাদের মায়ের জ্ঞান হারানো এবং বিলোপ উপস্থিত সকলের চোখে পানি আর পানি, যেন পুরো এলাকাই কেঁদে চলেছে।