দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়া বাজারে চিংড়ীতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষর যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত অভিযানে অংশ নেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুল হোসেন, অভিযানে চিংড়ীতে অপদ্রব্য পুশ ও অপদ্রব্যের উপস্থিতি ও তা পুশ করার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এমন স্বীকারোক্তিতে চিংড়ী ব্যবসায়ী মনির কে ২০০০০ হাজার ও দীপক কুমার মন্ডলকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসিকে এ সময় নির্বাহী অফিসার ও ভোক্তা অধিকার সংরক্ষন উপপরিচালক বলেন এমন অভিযান অব্যাহত থাকবে।