দেবহাটা অফিস ॥ দেবহাটা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আসাদুজ্জামান গতকাল পারুলিয়া মৎস্য সেট সংলগ্ন এক ডিপোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সময় ভ্রাম্যমান আদালত পারুলিয়ার ডিপোতে রপ্তানীযোগ্য চিংড়ীতে পুশ করা প্রত্যক্ষ করেন ও পুশের সাথে জড়িতকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে ও পুশ করা চিংড়ী জনসম্মুকে বিনষ্ট করে। এ সময় নির্বাহী অফিসার রপ্তানীযোগ্য চিংড়ীতে পুশ করা হতে বিরত থাকার আহবান জানিয়ে বলেন, পুশ বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করেন।