দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার স্বনামধন্য জনকল্যান মূলক ফেয়ার মিশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প এ পাঁচশতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহন সহ ফ্রি ঔষধ ও প্যাথলজি টেস্ট এর সুযোগ পেলেন। গতকাল পারুলিয়ার ফুলবাড়ীয়া (খাসপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক বিশেষজ্ঞ চিকিৎসক চত্বরে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শরিফুল ইসলামের নেতৃত্বে সাত ছয় সদস্যের চিকিৎসক টিম সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত বিরতিহীন ভাবে রোগী দেখেন। পারুলিয়ার ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে চিকিৎসা সেবায় পারুলিয়ার আশপাশের এলাকার রোগীরাও চিকিৎসা গ্রহন করেন। চিকিৎসা সেবা প্রদান পূর্বে ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আঃ কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, ফেয়ার মিশনের উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্নুর, মেম্বর গোলাম ফারুক, চিকিৎসা সেবা পেয়ে এলাকাবাসি সন্তোষ প্রকাশ করেন। ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আঃ কাদের মহিউদ্দীন জানান ফেয়ার মিশন সর্বদা অসহায়, দুঃস্থ, সর্বপরি মানবতার কল্যানে নিয়োজিত, ফ্রি চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।