দেবহাটা অফিস \ উৎসব মুখর পরিবেশে, আনন্দ আয়োজনে ঐতিহ্যবাহী ফেয়ারমিশনের আয়োজনে গতকাল ৩২ দলীয় ফুটবল টর্নামেন্টের জাকজমক উদ্বোধন হয়েছে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে দক্ষিন পারুলিয়া স্পোটিং ক্লাব মাঠে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগ সম্পাদক, প্রাক্তন চেয়ারম্যান সাইফুল ইসলাম, সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম, উদ্বোধনী খেলায় উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর জামান সবুজের নেতৃত্বাধীন দল ও অন্যদিকে কামটা ফুটবল একাদশ, দুর দুরান্ত হতে ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দীন, ধারাভাষ্যে ছিলেন বিশিষ্ট্য ধারাভাষ্যকর সিরাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আগত সকল অতিথি সহ খেলোয়াড়, দর্শক ও খেলার সাথে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দীন।