দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়ায় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেয়ার মিশনের আয়োজনে পারুলিয়া বাসষ্টান্ডে গতকাল বিকালে সবধর্মের, শ্রেনির ও পেশাজীবিদের উপস্থিতিতে এবং অংশ গ্রহনে উক্ত সংহতি সমাবেশ হতে বারবার উচ্চারিত হয়েছে এই দেশ সব ধর্মের বর্নের দল মত নির্বিশেষের। সাতক্ষীরা সম্প্রীতির জেলা, এই জেলায় কোন ধরনের সহিংসতা কাম্য নয়। প্রতিজন যে যার অবস্থান হতে সচেতন থাকবে। শেখ হাসিনার পদত্যাগের পর দেবহাটার বিভিন্ন এলাকায় গোলযোগ, দখল, নৈরাজ্য কোন ভাবেই কাম্য নয় অপরাধীদের আইনের আওতায় আনা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বলেই চলেছেন যারা নৈরাজ্য দখল, ভাংচুর করছে তারা বিএনপির কেউ নন। দলের কেউ এমনটি করলে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে। জামায়াতের উপজেলা পর্যায়ের ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মিরা থানা, মন্দির সহ সংখ্যালঘুদের সম্পদের নিরাপত্তায় নিয়োজিত। ফেয়ার মিশনের সভাপতি আলহাজ্ব আঃ কাদের সহিউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা মহিউদ্দীন সিদ্দিকী, গোলাম মোস্তফা, জামায়াত নেতা আলহাজ্ব আলহাজ্ব মাহবুবুল আলম, মাওঃ অলিউল−াহ, জাতীয় পাটি নেতা আলহাজ্ব আবুল ফজল প্রমুখ।