দেবহাটা অফিস \ দেবহাটার মাঝ পারুলিয়া গ্রামের শফিকুল বিশ্বাস, তার পুত্র আরিফুল, মাতা নবিয়ান বিবিকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এবং হামলাকারী শাহিনুর সহ তার পুত্রদের দৃষ্টান্তমূলক শাস্তীর দাবীতে গতকাল বিকালে মাঝ পারুলিয়া কাউন্সিল চত্বরে বিক্ষোভ করেছে এলাকাবাসি। একই সাথে মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন আরশাদ আলী কাসেম মলিক, মুজিবর, সাদ্দাম হোসেন প্রমুখ।