দেবহাটা অফিস ॥ পারুলিয়া ইউনিয়ন আ’লীগের নয় নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার মোহাম্মদ আলী মৃত্যুবরন করেন। অসুস্থ অবস্থায় তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকাল দশটায় জানাজা শেষে পারিবারীক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাজায় অংশ নেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, আ’লীগ নেতা আরশাদ আলী মোল্ল্যা, আলহাজ্ব মনিরুল ইসলাম মনি, সরদার আমজাদ হোসেন, অহিদুল ইসলাম, রাশিদুল ইসলাম প্রমুখ।