দেবহাটা অফিস \ পারুলিয়া আহছানিয়া শাখা মিশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জমিদাতা মোসলেহ উদ্দীন মুকুল ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান বিশ্বাস নির্বাচিত হয়েছেন। গতকাল শাখা মিশনের নিজস্ব ভবনে আয়োজিত সাধারন সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হন। এবং নব নির্বাচিত নেতৃত্ব উপদেষ্টা মন্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনয়ন দেবেন। একুশ সদস্য বিশিষ্ট পারুলিয়া আহছানিয়া শাখা মিশনের কার্যকরী কমিটি তিন বছরের দায়িত্ব পালন করবেন। সাধারন সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন প্রাক্তন অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম, উপজেলা আ’লীগ সম্পাদক ও মিশনের আজীবন সদস্য মনিরুজ্জামান মনি, উপজেলা বিএনপির আহবায়ক ও মিশনের আজীবন সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া চেয়ারম্যান ও মিশনের আজীবন সদস্য গোলাম ফারুক বাবু, ইউনিয়ন আ’লীগ সভাপতি ও আজীবন সদস্য শাহাবুদ্দীন বিশ্বাস আবারা, আজীবন সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম, রজব আলী, খান ওয়াহিদুজ্জামান, আঃ কাদের মেম্বর, আরশাদ আলী মোল্যা, জিয়াদ আলী, সাফায়েত হোসেন বাচ্চু, সহকারী অধ্যাপক আব্দুলাহ সিদ্দিকী নাজমুল হোসেন, ইলিয়াস হোসেন ইদ্রিস, আবু মুসা, আবু তালেব মোল্যা, সুমন বাবু, ফারুক মেম্বর, রবিউল মেম্বর প্রমুখ। সাধারন সভায় শাখা মিশনের অধিকাংশ সদস্যের উপস্থিতি ছিল লক্ষনীয়। কমিটি গঠন শেষে নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেহ উদ্দীন মুকুল ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান বিশ্বাস বক্তব্য রাখেন এবং সদস্যদের সহযোগিতা কামনা করেন।