দেবহাটা অফিস \ দেবহাটার পুলিশের মাদক বিরোধী অভিযানে মদক ব্যবসায়ী আঃ রাজ্জাক একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার হয়েছে। শনিবার দেবহাটা পুলিশের এস.আই সৈয়দ মোবাশ্বের আলীর নেতৃত্বাধীন পুলিশের একটি দল মাঝ পারুলিয়া আরাফাতের দোকান সংলগ্ন এলাকা হতে একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ আঃ রউফকে গ্রেফতার করে। এবিষয়ে দেবহাটা থানায় মামলা হয়েছে এবং আঃ রউফকে আদালতে প্রেরন করা হয়েছে। একই দিনে ধোপাডাঙ্গা এলাকা হতে মৃত ভোমরা বাবুর পুত্র শাহাদাৎ হোসেনকে একটি মামলায় গ্রেফতার করেছে।