দেবহাটা অফিস ॥ পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত উক্ত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বীর মুক্তিযোদ্ধা ও বালিকা বিদ্যালয় সভাপতি আলহাজ্ব মোসলেহ উদ্দীন মুকুল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আমেনা জেসমিন সহ অন্যান্য শিক্ষক ও বিদায়ী শিক্ষার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গনে প্যান্ডেল এবং ডেকরেশনের মাধ্যমে বিদায়ী আয়োজন অনুষ্ঠিত হয়।