দেবহাটা অফিস \ সাতক্ষীরার জেলার বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে দেবহাটার মাঝ পারুলিয়ায় ঈদগাহ ময়দানে। ইতিমধ্যে পারুলিয়া জাতীয় ঈদ ময়দানে হিসেবে স্বীকৃতি ও পরিচিতি পাওয়া এই ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০ মিঃ (সাড়ে সাতটায়) অনুষ্টিত হবে। জেলার প্রাচীনতম পারুলিয়া জাতীয় ঈদগাহে এক সাথে কয়েক হাজার মুসুলী ঈদ নামাজ আদায় করে থাকেন। পারুলিয়া জাতীয় ঈদগাহ কমিটির পক্ষে সহ সাধারন সম্পাদক আবু মুছা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার সকাল ৭:৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সাথে নামাজের পাটি (জায়নামাজ) সঙ্গে আনার অনুরোধ করেছেন। ইতিমধ্যে ঈদগাহ ময়দান সহ ঈদগাহ সংলগ্ন এলাকায় বিভিন্ন ধরনের আলপনা, আলোক সজ্জার দৃষ্টিনন্দন বিচ্ছুরন জনসাধারনের বিশেষ আকর্ষনের সৃষ্টি করেছে।