দেবহাটা অফিস ॥ দেবহাটার পারুলিয়ার প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব বাদশাহ আকবর আলী মোল্ল্যার নামে প্রতিষ্ঠিত বাদশাহ মোল্যা হাফিজিয়া মাদ্রাসা এতিম খানাও প্রতিবন্ধী কল্যান সংস্থার আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তর গতকাল সম্পন্ন হয়েছে। পারুলিয়াস্থ গরুহাটে গতকাল সকালে উক্ত ভিত্তিপ্রস্তর এর শুভ উদ্বোধন করেন প্রয়াত বাদশাহ আকবর আলী মোল্ল্যার সহদর আলহাজ্ব শাহাবুদ্দীন মোল্ল্যা ও প্রতিষ্ঠানটির অন্যতম খাদেম প্রাক্তন প্রধান শিক্ষক এন্তাজ আলী গাজী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদ্বোধন ও দোয়ায় শরিক হন প্রয়াত চেয়ারম্যানের সহদর বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বারী মোল্ল্যা, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ সহদর মহিউদ্দীন সিদ্দিকী, এবং আজিজ মোল্ল্যা জাহাঙ্গীর আলম বাচ্চু, আঃ কাদের মোল্ল্যা, আলহাজ্ব সালাউদ্দীন মোল্ল্যা, আলহাজ্ব আঃ মালেক বিশ্বাস, আব্দুল্লাহ মোল্ল্যা, আবু রাশেদ আবু তালেব মোল্ল্যা, শফিকুল মাষ্টার, কাইউম মোল্ল্যা, দ্বীন আলী, নজরুল বিশ্বাস লুৎফর রহমান প্রমুখ। ভিত্তি প্রস্তরও উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববধান ও তদারকি করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব বাদশাহ আকবর আলী মোল্ল্যার পুত্র দৃষ্টিপাত দেবহাটা প্রতিনিধি বায়োজিদ বোস্তামী উজ্জ্বল।